×

বিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে ম্যাড থেটারের নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ০৩:১৪ পিএম

হুমায়ূন আহমেদ স্মরণে ম্যাড থেটারের নাটক
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। ম্যাড থেটারের প্রথম প্রযোজনা এটি। এ মাসেই হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী স্মরণে এটি প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৩ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটির নির্দেশক আসাদুল ইসলাম। এতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত। এবার এটির ৫৩তম মঞ্চায়ন হচ্ছে। আসাদ ইসলাম বলেন, কিংবদন্তি এই মানুষটিকে সম্মান জানাতে এই প্রযোজনা। আর সে কারণে বিশেষ দিনে এর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। নাটকটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের আকৃষ্ট করেছে এর অভিনয়গুণ, কাহিনির চমৎকারিত্ব, ঘটনার বিন্যাস ও চরিত্রের বৈচিত্র। নাটকটি নিয়মিতভাবে ঢাকায় মঞ্চস্থ হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতেই দেখতে পাচ্ছি দর্শকদের আগ্রহ-আকর্ষণ এবং পুনর্বার দেখার তাগিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App