×

বিনোদন

ঈদের নাটকে একসঙ্গে তারিন-চঞ্চল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ০৩:২৪ পিএম

ঈদের নাটকে একসঙ্গে তারিন-চঞ্চল
মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘রূপা ভাবী’। গত ৮ ও ৯ জুলাই রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটি নির্মাণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন ড. ইনামুল হক, শিরীন আলমসহ অনেকে। তারিন বলেন, ‘রূপা ভাবী নাটকটির গল্প প্রত্যেকটি মানুষের বিবাহিত জীবনের একটি অংশ। সবাই এই গল্পের সঙ্গে কোথাও না কোথাও নিজের জীবনের কিছুটা হলেও মিল খুঁজে পাবেন। লেখক খুব সুন্দরভাবে গল্পটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। সংসার সুখের হয় রমনীর গুণে, এ কথা কতটুকু সত্যি তা এই গল্পে আছে। রূপা ভাবী নাটকে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আমারই ভীষণ পছন্দের একজন কো-আর্টিস্ট চঞ্চল ভাই। তার সঙ্গে কাজটা ভীষণ উপভোগ করি আমি।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন রূপা আমাদের বাঙালি নারীর চিরায়ত চরিত্র। তারা প্রতিদানের আশা নিয়ে সংসার আগলে রাখে না। কিন্তু তারপরও তারা দিনের পর দিন সংসারের জন্যই নিবেদিত হয়ে কাজ করেন। এই নাটকে রূপা চরিত্রে অভিনয় করেছেন তারিন। তারিন এক কথায় অসম্ভব মেধাবাী একজন অভিনেত্রী। তারিনের মতো মেধাবী শিল্পীদের নিয়ে নিয়মিত নাটক নির্মাণ হওয়া উচিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App