×

বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘ফাগুন হাওয়ায়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০২:০১ পিএম

সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘ফাগুন হাওয়ায়’
নবম সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি দুটি শাখায় সেরার পুরস্কার অর্জন করে। সার্ক চলচ্চিত্র উৎসবে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে কাজের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ। গত ২ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয় ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব। ৬ দিনব্যাপী সার্কভুক্ত দেশগুলোর এই চলচ্চিত্র উৎসবে ৩ জুলাই সকালে ‘ফাগুন হাওয়ায়’ এবং বিকেলে ‘কমলা রকেট’ ছবিটি দেখানো হয়। ৫ জুলাই দুপুর ১২টায় দেখানো হয় ‘আলফা’। ৭ মে থেকে ১২ মে পর্যন্ত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল নবম সার্ক চলচ্চিত্র উৎসব। কিন্তু শ্রীলঙ্কায় ভয়ঙ্কর ট্র্যাজেডির কারণে চলচ্চিত্র উৎসবটি স্থগিত করা হয়। স্থগিত হওয়ার পর নতুন তারিখ অনুযায়ী ২ জুলাই থেকে শুরু হয়েছে চলচ্চিত্রের এই উৎসব। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে প্রদর্শিত হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচিত চলচ্চিত্রগুলো। যেখানে সার্কভুক্ত আটটি দেশের মনোনীত চলচ্চিত্র দেখানোর পাশাপাশি এবার নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App