×

জাতীয়

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬২৬: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০৪:৫০ পিএম

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬২৬: স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৬ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৫১ জন, এ তথ্য জানিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। গত ৭ জুলাই ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানিয়েছিলেন, ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। একই অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম মশা নিধনের ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, মশার ওষুধ ছিটানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। দ্যা এগ্রো লিমিটেড এবং এগ্রোফুডকে কালো তালিকাভুক্ত করেছি। এবং তাদের মশার মেডিসিন আমরা নেবো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App