×

জাতীয়

জামিনে মুক্ত সাবেক সাংসদ রানা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০১:১০ পিএম

জামিনে মুক্ত সাবেক সাংসদ রানা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
প্রায় চার বছর কারাভোগের পর টাঙ্গাইল ৩ আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকালে তিনি কারাগার থেকে বের হয়ে সরাসরি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এদিকে সকাল থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভিড় করতে থাকে। টাঙ্গাইল জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, বেশ কয়েকদিন আগে থেকে সাবেক এমপি রানা টাঙ্গাইল কারাগারে ছিলেন। হাইকোর্ট ও আপিল বিভাগের কাগজপত্র পাওয়ার পর মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা বিগত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App