×

খেলা

কিউইদের বিপক্ষে  ভারতকে এগিয়ে রাখব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০১:৩৮ পিএম

২০১৫ সালের বিশ্বকাপ ভারত ও নিউজিল্যান্ড দুুটি দলের জন্যই ছিল আক্ষেপের। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরমেন্স দেখানো ভারত সেবার বাদ পড়েছিল সেমিফাইনালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে। আর ফাইনালে অজিদের বিপক্ষেই হেরেছিল কিউইরা। যে কারণে খুব কাছে গিয়েও প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা নিয়েই সেবার টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল নিউজিল্যান্ডকে। দ্বাদশ বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড দুই দলের সামনেই আছে গত আসরের আক্ষেপ ঘুচানোর সুযোগ। তবে আজকের পর সেই সুযোগটা থাকবে কেবল একটি দলের সামনেই। দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুদল। এই দুদলের মধ্যকার লিগ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ভাগ্যের কি খেলা! সেমিতে দেখা হয়ে গেল তাদের। অন্য সবার মতো আমি আজকের ম্যাচে ভারতকে এগিয়ে রাখব। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি ব্যাটিং ও বোলিং সবদিকেই দুর্দান্ত। দুর্বলতা যে একেবারে নেই তা নয়, তবে অন্য দলগুলোর সঙ্গে তুলনায় তাদেরকে অনেকটাই এগিয়ে রাখতে হবে। ভারতের দুই ওপেনারই দারুণ ছন্দে আছে। ওপেনারদের ছন্দে থাকাটা যেকোনো দলের জন্যই স্বস্তির বিষয়। রোহিত শর্মা তো দ্বাদশ বিশ্বকাপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছে। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে একাদশে জায়গা পাওয়া লোকেশ রাহুলও রানের মধ্যে আছে। আর কোহলিকে নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। ৫টি ফিফটি পেলেও এবারের আসরে সে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি পায়নি। আমার মনে হচ্ছে সেঞ্চুরিটা হয়তো আজকের ম্যাচেই পাবে সে। কেননা কোহলি বিগ ম্যাচের ক্রিকেটার। অনেকেই এম এস ধোনির সমালোচনা করছেন। কিন্তু আমি বলব মিডলঅর্ডারে তার উপস্থিতি ভারতের ব্যাটিং লাইনআপে ভারসাম্য এনেছে। যে কোনো উইকেটেই দায়িত্বশীল ব্যাটিং করার সামর্থ্য তার আছে। এবারের আসরে ভারতের পেসারদের পারফরমেন্স এক কথায় অসাধারণ। জাসপ্রিত বুমরাহর ওপর প্রত্যাশা ছিল অনেক বেশি। সে সেটা ভালোভাবেই সামলাচ্ছে। তাকে সঙ্গ দিচ্ছে মোহাম্মদ শামি। বুমরাহর ইয়র্কার ও শামির গতির সঙ্গে আছে ভুবনেশ্বরের সুইং- তিন পেসারের এই বৈচিত্র্য প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে যথেষ্ট। বিশেষভাবে বলতে হয় পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কথা। আর স্পিনে যুজবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব তাদের দায়িত্বটা ভালোভাবেই সামলাচ্ছে। মোট কথা কোহলির দলে দুর্বল দিক খুব কমই আছে। তবে কয়েকটি ম্যাচে তাদের ওপেনিং জুটি ভালো শুরু এনে দিতে পারেনি। এই ম্যাচগুলোতে বেশ ভুগেছে ভারত। নিউজিল্যান্ড আজ এই দুর্বলতা কাজে লাগাতে পারে। ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন দলকে শুরুর দিকে ব্রেক থ্রু এনে দিতে পারলে নিউজিল্যান্ডের সামনে জয়ের ভালো সুযোগ তৈরি হবে। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটির বোলিং লাইনআপ বেশ ভালো। তবে তাদের ব্যাটিং লাইনআপ বেশ নড়বড়ে। উইলিয়ামসন ও রস টেইলর ছাড়া বড় ইনিংস খেলতে পারে এমন আর কোনো ব্যাটসম্যানই নেই। এবারের আসরে নিউজিল্যান্ডের দুই ওপেনারই এখন পর্যন্ত ব্যর্থ। তবে মার্টিন গাপটিল ও কলিন মুনরোর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। সেমিতে তাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। তারা দারুণ একটা শুরু এনে দিতে পারলে ভারতের পক্ষে কিউইদের হারানো কঠিন হয়ে উঠবে। ভারত তাদের শেষ ২ ম্যাচেই জয় পেয়েছে। তারা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। এদিক থেকে কিছুটা পিছিয়ে আছে নিউজিল্যান্ড। দলটি শেষ ৩ ম্যাচের সবকটিতেই হেরেছে। স্বাভাবিকভাকেই দলটির খেলোয়াড়দের আত্মবিশ্বসে ফাটল ধরার কথা। তবে দিনশেষে এই ম্যাচটি সেমিফাইনাল। এই ম্যাচে জিতলেই নিশ্চিত হবে ফাইনালে অংশগ্রহণ। এই পর্যায়ে এসে কেউ যে কাউকে ছেড়ে কথা বলবে না সে কথা বলাই যায়। তাই আজ ভারত-নিউজিল্যান্ডের মধ্যে জমজমাট এক লড়াই প্রত্যাশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App