×

খেলা

ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার এখনই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৩:১৯ পিএম

বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা গতকাল দেশে ফিরেছেন। বিমানবন্দরে মাশরাফি বিন মুর্তজার বলা কথাগুলো শুনেছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একটা বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, তরুণ ক্রিকেটারদের পরিচর্যা করা। আমিও অধিনায়কের সঙ্গে একমত। উনি বলেছেন দ্বাদশ বিশ^কাপে আমাদের তরুণ ক্রিকেটাররা যে পারফর্ম করেছে সেটা প্রশংসার দাবিদার। ভবিষ্যতে তারা আরো ভালো করবে। মোস্তাফিজ, লিটন, মিরাজ, সাইফউদ্দিনরা তাদের দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলেছে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে, কয়েক ম্যাচ খারাপ খেললেই দল থেকে বাদ দেয়া হয়। এই বিষয়টি ভালো দল গড়ে তোলার পথে অন্তরায়। ২০২৩ সালের বিশ^কাপ আসর বসবে ভারতে। ততদিনে মোস্তাফিজ, লিটন, মিরাজ, সাইফউদ্দিনদের অভিজ্ঞতা বাড়বে। সঙ্গে থাকবেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ফলে আগামী বিশ^কাপে দারুণ একটি দলই পাবে বাংলাদেশ। তবে সবকিছুর জন্য প্রয়োজন পরিচর্যা, ধৈর্য ও সুষ্ঠু পরিকল্পনা। দ্বাদশ বিশ^কাপে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু সেটা পূরণ হয়নি। হতাশার আক্ষেপে না পুড়ে এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে দ্বাদশ বিশ^কাপের লিগ পর্বের খেলা। এবারের আসরের বেশ কিছু ম্যাচ দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচটিও বেশ উপভোগ করেছি। প্রোটিয়াদের দেয়া ৩২৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলা সত্তে¡ও ডেভিড ওয়ার্নার ও অ্যালেক্স ক্যারির কল্যাণে অস্ট্রেলিয়া এক সময় ঘুরে দাঁড়িয়েছিল। জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। লিগ পর্বের প্রায় সব ম্যাচেই এমনটি হয়েছে। আগে ব্যাট করা দলের দেয়া তিশোর্ধ্ব রান তাড়া করতে নেমে কাছাকাছি পৌঁছালেও ম্যাচ জেতা আর সম্ভব হয়নি। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেমিতে উঠাটা এক প্রকার নিশ্চিতই ছিল। হট ফেভারিট হিসেবেই এই তিনটি দল এবারের বিশ^কাপে অংশ নিচ্ছে। আমার মনে হয়, এদের মধ্যে যে কোনো একটি দলের হাতেই উঠবে দ্বাদশ বিশ্বকাপের শিরোপা। চতুর্থ দল হিসেবে কারা শেষ চারের টিকেট পায় তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এ ক্ষেত্রে অনেকেই দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখেছিল। পাকিস্তান ও শ্রীলঙ্কা বড় টুর্নামেন্টে সব সময় ভালো খেলে। এই বিষয়টি বিবেচনায় রেখে তাদেরও ফেভারিট বলেছিল অনেকে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বেশ ভালো। অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে গড়া মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন টাইগারদের সামনেও সুযোগ ছিল সেমিতে যাওয়ার। তবে শেষ পর্যন্ত চার নম্বর দল হিসেবে দ্বাদশ বিশ^কাপের সেমিতে উঠেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটির বোলিং লাইনআপ বেশ ভালো। তবে তাদের ব্যাটিং লাইনআপ বেশ নড়বড়ে। উইলিয়ামসন ও রস টেইলর ছাড়া বড় ইনিংস খেলতে পারে এমন আর কোনো ব্যাটসম্যানই নেই। এমন সাধারণ মানের ব্যাটিং লাইনআপ নিয়ে কিউইদের বিশ^কাপের সেমিতে যাওয়াটা সত্যিই বিস্ময়কর! তাদের সৌভাগ্য যে, প্রথমদিকে উইলিয়ামসন দারুণ ব্যাটিং করে বেশ কিছু ম্যাচ একাই জিতিয়ে দিয়েছেন। শেষ চারে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে। আমার মনে হয় না যে নিউজিল্যান্ড বিরাট কোহলির দলকে হারিয়ে ফাইনালে যেতে পারবে। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের ম্যাচটিতে দারুণ লড়াই হবে বলে বিশ্বাস আমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App