×

জাতীয়

প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুলের পরিবারকে ইসির অর্থ সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৯:২২ পিএম

প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুলের পরিবারকে ইসির অর্থ সহায়তা

নির্বাচন কমিশনার কবিতা খানম নিহত মাজেদুল ইসলামের স্ত্রীর হাতে এ চেক তুলে দেন।

নওগাঁয় নির্বাচনী দায়িত্ব পালনকালে মারা যাওয়া প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলামের পরিবারকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। সোমবার বিকেলে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার কবিতা খানম নিহত মাজেদুল ইসলামের স্ত্রী নাসরিন খাতুনের হাতে এ চেক তুলে দেন।

এসময় তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন হারিয়ে যায়, তখন পরিবারটি অভাবের মধ্যে পড়ে। তখন ওই পরিবারই বুঝে অভাব কতটা কঠিন। ওই পরিবারের সকল সদস্যকে জীবনে টিকে থাকার জন্য লড়াই করতে হয়। আর্থিক সহায়তা একটি পরিবারের সকল সমস্যার সমাধান করতে পারে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মাকর্তা মাহমুদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১৮ মার্চ নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঠাকাঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মাজেদুল ইসলামের মৃত্যু হয়। তিনি মহাদেবপুর উপজেলার খাপুর হাজী ধনেজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App