×

বিনোদন

ঢাকায় অঞ্জন দত্তের নাটক মঞ্চায়ন নিয়ে শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৮:৫১ পিএম

ঢাকায় অঞ্জন দত্তের নাটক মঞ্চায়ন নিয়ে শঙ্কা
গায়ক, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত ঢাকায় আসছেন। এর আগে অঞ্জন দত্ত গান গেয়ে মাতিয়ে গেলেও এবার তার নিজের প্রোডাকশন হাউস নিয়ে মঞ্চ মাতাতে আসছেন। আগামীকাল ৯ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘অঞ্জন দত্ত প্রোডাকশন’র ব্যানারে ‘সেলসম্যানের সংসার’ প্রদর্শিত হবে। আর্থার মিলারের ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ অবলম্বনে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে ‘সেলসম্যানের সংসার’ তৈরি করা হয়েছে। সেখানে উইলি লোম্যানের চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্তের নির্দেশনায় তার নাট্যদল নিয়ে নাটকটি মঞ্চস্থ হবে। একই দিনে নাটক শেষ করে ছাপাখানার ভ‚ত থেকে প্রকাশিত সাজ্জাদ হুসাইনের লেখা অঞ্জন দত্তের নাট্য জীবন নিয়ে বই ‘নাট্যঞ্জন’-এর মোড়ক উন্মোচন করবেন ও দর্শকদের সঙ্গে কথা বলবেন কলকাতার এই গুণী শিল্পী। কিন্তু শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ বা গ্রুপ থিয়েটারের প্রতিনিধিরা জানেন না সেদিন জাতীয় নাট্যশালায় ‘সেলসম্যানের সংসার’র নাটকের প্রদর্শনী। খোঁজ নিয়ে জানা গেছে, সেদিন ‘সেলসম্যানের সংসার’ নামে বা সংশ্লিষ্ট কোনো দলের নামে জাতীয় নাট্যশালার বরাদ্দ নেই। বরাদ্দ আছে ‘নাটুকে’ নামের একটি স্থানীয় একটি নাটকের দলের নামে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বলেন, ‘বরাদ্দ নিশ্চিত না হয়ে এভাবে প্রচার বা টিকিট বিক্রি করতে পারে না কোনো সংগঠন। তা ছাড়া একটি দলকে বরাদ্দ দেওয়া হয় তাদের নিজস্ব নাটকের জন্য। চাইলে কেউ অন্য দল বা ব্যক্তিকে বরাদ্দ ভাগ করতে পারে না। নাটুকে যেহেতু অঞ্জন দত্তের নাটকের জন্য বরাদ্দ চায়নি, তাই তারা এটা করতে পারে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App