×

খেলা

চতুর্থ রাউন্ডে জোহান্না কন্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৩:৪৭ পিএম

চতুর্থ রাউন্ডে জোহান্না কন্তা
নারী এককের তৃতীয় রাউন্ডের ম্যাচে গতকাল আমেরিকার স্লোয়ানে স্টিফেন্সকে ৩-৬, ৬-৪, ৬-১ গেমে হারান ব্রিটিশ টেনিসার জাহান্না কন্তা। এই জয়ে কন্তার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত হলো। এদিকে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম হিসেবে স্বীকৃত উইম্বলডন ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠেছেন টেনিসের দুই সুপারস্টার সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরার। গতকাল নারী এককের তৃতীয় রাউন্ডের ম্যাচে জার্মান টেনিসার জুলিয়া জর্জেসকে ৬-৩, ৬-৪ গেমে হারান আমেরিকান টেনিস কন্যা সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এ দিন পুরুষ এককের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন সুইস টেনিসার রজার ফেদেরার। ফরাসি টেনিসার লুকাস পৌয়েইলিকে ৭-৫, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকেট পান ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা। গত কয়েক বছর ধরে টেনিস কোর্টে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী আমেরিকান টেনিস কন্যা সেরেনা উইলিয়ামসের। দীর্ঘদিন ধরে জিততে পারছেন না বড় কোনো টুর্নামেন্টের শিরোপা। সেই আক্ষেপটা পূরণের লক্ষ্য নিয়েই এবারের উইম্বলডনে অংশ নিচ্ছেন তিনি। লক্ষ্য পূরণের পথে আরো একধাপ এগিয়ে যেতে গতকাল তৃতীয় রাউন্ডের ম্যাচে জুলিয়া জর্জেসের মুখোমুখি হন সেরেনা। আমেরিকান টেনিস কন্যা ম্যাচটি জিতে নেন এক তরফা আধিপত্য দেখিয়েই। প্রথম সেটটি তিনি জেতেন ৬-৩ গেমে। পরের সেটেও জর্জেসকে হারিয়ে ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করেন ২৩ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা। এদিকে দিনের অপর ম্যাচে চতুর্থ রাউন্ডে ওঠার লক্ষ্য নিয়ে আমেরিকান টেনিসার স্লোয়ানে স্টিফেন্সের মুখোমুখি হন ব্রিটিশ টেনিস কন্যা জোহান্না কন্তা। কন্তা ও স্টিফেন্স দুজনই বড় তারকা। তাই এই ম্যাচটির দিকে টেনিসপ্রেমীদের আগ্রহ ছিল প্রবল। এক নম্বর কোর্টে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচটির প্রথম সেটটি ৬-৩ গেমে জিতে নেন স্টিফেন্স। তবে পরের সেটেই ঘুরে দাঁড়ান কন্তা। এই সেটটি তিনি জেতেন ৬-৪ গেমে। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। এবার কন্তার কাছে কোনো পাত্তাই পাননি স্টিফেন্স। সেটটি আমেরিকান টেনিস কন্যা ৬-১ গেমে হারলে উইম্বলডন ওপেনের চলতি আসরের চতুর্থ রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত হয় জোহান্না কন্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App