×

খেলা

এবার শেষ চারের লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৩:২৭ পিএম

এবার শেষ চারের লড়াই
এবারের বিশ্বকাপে গত ৬ জুলাই গ্রুপ পর্বের শেষ দিনের দুটি ম্যাচে আলাদা আলাদাভাবে ভারত খেলতে নামে শ্রীলঙ্কার বিপক্ষে। আর অস্ট্রেলিয়া খেলতে নামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া ও ভারত এই ম্যাচগুলোর আগেই সেমিতে তারা নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছিল। তবে ম্যাচগুলোর ওপর নির্ভর করছিল টেবিলে কে প্রথম স্থানে থাকবে আর কে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেলে তারা মোট ৭ ম্যাচ ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থান থেকে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে আসে। অন্যদিকে ভারত নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে আসে। সেমিতে আগেই তৃতীয় স্থানে ইংল্যান্ড ও চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের নাম নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই আইসিসির নির্ধারিত ফিকশ্চার অনুযায়ী ৯ জুলাই এক নম্বরে থাকা ভারত খেলবে চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়া ১১ জুলাই খেলবে তিন নম্বরে থাকা স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হতে যাওয়া প্রথম সেমিফাইনালে জয়ের পাল্লাটা ভারতের দিকেই বেশি ভারী। দুদল এখন পর্যন্ত ১০৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে ভারতের জয় রয়েছে ৫৫টি ম্যাচে। নিউজিল্যান্ড জিতেছে ৪৫টি ম্যাচে এবং টাই হয়েছে একটি ম্যাচ ও পরিত্যক্ত হয়েছে ৫টি ম্যাচ। তা ছাড়া রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এবারের আসরে রবি শাস্ত্রীর শিষ্যরা দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। একমাত্র ইংলিশদের বিপক্ষেই তারা হেরেছে। এবারের বিশ্বকাপে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেটিও এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। তাই বিশ্বকাপের মূল আসরে দুদল এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে বার্মিংহামের এজবাস্টনে লড়বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ এখন পর্যন্ত ১৪৮টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে অজিরা জিতেছে ৮২টি ম্যাচে এবং ইংলিশরা জিতেছে ৬১টি ম্যাচে। বাকি ম্যাচগুলোর মধ্যে ২টি ম্যাচ টাই ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এবারের বিশ^কাপে লর্ডসে অনুষ্ঠিত হওয়া দুদলের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App