×

খেলা

হতাশার মধ্যেও সুন্দর আগামীর প্রত্যাশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ০১:২৪ পিএম

দক্ষিণ আফ্রিকার মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল রীতিমতো চমক সৃষ্টি করে। প্রথম ম্যাচেই টাইগারদের চোখ ধাঁধানো খেলা শুধু সমর্থকদেরই নয় প্রশংসা কুড়ায় ক্রিকেটবোদ্ধাদের। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করে হেরে যাওয়ার পরও বাহ্্বা পায় সাকিবরা। অস্ট্রেলিয়ার মতো ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের রান তাড়া করতে গিয়ে ৩৩৩ রানে থেমে যাওয়াও কম বড় ব্যাপার নয়। আর ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের আরেক বিশ^ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ৫১ বল বাকি থাকতে ৩২০ রান তাড়া করে জয়ের পর তো রীতিমতো বিস্মিত ক্রিকেট বিশ্ব! ক্রিস গেইল আর অন্দ্রে রাসেলের মতো সময়ের সেরা পাওয়ার হিটারকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠানোও কম বড় ব্যাপার নয়। ভারত আর পাকিস্তানের মতো শক্তিশালী দলকে যখন আফগানিস্তান প্রায় খাবি খাওয়ায় তখন রশিদ-মুজিবের সেই দলকে ৬২ রানে হারিয়ে খেলাটিকে একতরফা বানিয়ে ফেলে টাইগাররা। তখন সেই দল নিয়ে আরো উচ্চাশা করতে পারে ভক্তরা। বিশেষ করে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার যখন একের পর এক রেকর্ড ভেঙে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তখন সেই দলের সেমি ফাইনালে না ফেলাটা নিশ্চয়ই এক বড় ধরনের ব্যর্থতা। টাইগাররা শুরু থেকে যেভাবে খেলে আসছিল তাতে শুধু সমর্থকরা নয়, ক্রিকেট বিশেষজ্ঞরাও সেমিতে বাংলাদেশের খেলা নিয়ে প্রায় নিশ্চিত ছিলেন। কিন্তু শেষ দুই ম্যাচে টাইগারদের সেই চেনা ছন্দ সেই চেনা রূপ যেন কোথায় হারিয়ে গেল। ভারতের সঙ্গে জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবল। আর পাকিস্তানের সঙ্গে তো লড়াই-ই করতে পারল না। আসরে চমক দেখানো বাংলাদেশের শেষের এ অবস্থা দেখে তো হতাশ প্রবাসী বাংলাদেশি দর্শকরা। সত্যি বলতে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে টাইগার ভক্তরা বাংলাদেশের প্রতিটি খেলায় গ্যালারি মাত করে রাখতেন। দূর-দূরান্ত থেকে এসে তারা খেলা উপভোগ করতেন। গ্যালারি দেখে বোঝার উপায় নেই যে, এটি ইংল্যান্ড না বাংলাদেশ। দুঃখ একটাই প্রিয় দল বাংলাদেশ সেমিতে যেতে পারল না। সাকিব একজন ট্রাজিক হিরো হয়েই রইলেন। আর তাই খেলা শেষে এ দুঃখবোধের উচ্চারণটাই শোনা গেল অধিনায়ক মাশরাফির কণ্ঠে। সেই সঙ্গে তিনি এ আশাবাদ ব্যক্ত করে বললেন, আগামী বিশ^কাপে বাংলাদেশই ফেভারিট। সে বিশ^কাপে তিনি হয়তো থাকবেন না, কিন্তু সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহদের সঙ্গে অনুজরাও যেন সে বিশ্বকাপ রাঙ্গাতে এখন থেকে মুখিয়ে থাকবেন সে ব্যাপারে তিনি নিশ্চিত। তাই সব হতাশা ভুলে এক সুন্দর আগামীর অপেক্ষায় রয়েছেন টাইগার ভক্তরা। কারণ তারা বিশ্বাস করেন সেদিন খুব দূরে নয় যেদিন টাইগাররা বিশ^কাপ জয় করে বিশ^ ক্রিকেটে বাংলাদেশেকে মহাপরাক্রমশালী হিসেবে প্রতিষ্ঠা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App