×

খেলা

রঙিন হলো না টাইগারদের শেষটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ০১:২২ পিএম

পাকিস্তানকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করবে বাংলাদেশ- প্রত্যাশা ছিল এমনটিই। সরফরাজ আহমদের দলকে হারাতে পারলে আমাদের শেষটা রঙিন হতো। কিন্তু সেটা হলো না। উল্টো বড় ব্যবধানের হার মেনেই টাইগারদের দ্বাদশ বিশ্বকাপ অভিযান শেষ হলো। পাকিস্তানের বিপক্ষে আমাদের ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেনি। ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় এক ম্যাচ আগেই বাংলাদেশের বিশ্বকাপের শেষ চারে ওঠার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায়। এ কারণে আমাদের ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছিল। আর এর প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। গ্রাউন্ড ফিল্ডিং খুবই বাজে হয়েছে। শেষদিকে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে পাকিস্তানের স্কোরটা বড় হয়নি। ৩১৫ রান তাড়া করে ম্যাচ জেতা মোটেই অসম্ভব নয়। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশ দলের ব্যাটিং ছিল দুর্দান্ত। অথচ পাকিস্তানের বিপক্ষে এর কোনো ছাপ দেখা যায়নি। তিনশোর্ধ্ব রান তাড়া করতে নেমে আমাদের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলার মানসিকতা নিয়ে ব্যাটিং করতে পারেনি। অযথাই উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। সাকিব আল হাসান ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সাকিব আল হাসানের জন্য খারাপ লাগছে। পুরো টুর্নামেন্টেই ব্যাটে-বলে ঈর্ষণীয় পারফরমেন্স করেও দলকে সেমিতে নিয়ে যেতে পারেননি তিনি। সবাই বিশ^কাপে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রশংসা করছে। দুর্বল দিকগুলো কারো চোখেই পড়ছে না। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া আর কেউই কিন্তু ধারাবাহিকতা ধরে রেখে ভালো ব্যাটিং করতে পারেনি। প্রায় সবগুলো ম্যাচেই তারা মিডল অর্ডারে জুটি গড়েছেন। যে কারণেই দুর্বলতাগুলো চোখে পড়েনি। বোলিংয়ে মোস্তাফিজ ভালো করেছে। তবে বেশিরভাগ ম্যাচেই সে উইকেট পেয়েছে প্রতিপক্ষের ইনিংসের শেষদিকে গিয়ে। সত্যি বলতে, প্রত্যাশা ছিল পাহাড়সম। কিন্তু সেটা পূরণ হয়নি। তবে এবারের আসরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া প্রয়োজন। মনে রাখতে হবে যে আগামী বিশ^কাপ হবে ভারতের মাটিতে। সে হিসেবে উইকেট ও কন্ডিশন আমাদের অনুক‚লেই থাকবে। মাশরাফি বিন মুর্তজা অবসরে গেলেও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এই চারজন অভিজ্ঞ ক্রিকেটারের আগামী বিশ^কাপে খেলার ভালো সম্ভাবনা রয়েছে। আমি বলব ২০২৩ বিশ^কাপ নিয়ে এখনই পরিকল্পনা শুরু করা দরকার। এই আসরটিও হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ভারতের মাটিতে খেলা, রাউন্ড রবিন লিগ পদ্ধতি এসব বিষয় বিবেচনায় রেখেই এগোতে হবে। লিগ পর্বের খেলা শেষ হয়েছে। কারা যাচ্ছে সেমিতে তা অবশ্য ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের পরেই নির্ধারিত হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া ও ভারত তো তাদের শেষ চারে অংশগ্রহণ নিশ্চিত করে রেখেছিল আগেই। টেবিলের তিন ও চার নম্বরে থেকে যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সেমিতে উঠেছে। প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে আগামী মঙ্গলবার। একদিন বিরতির পর হবে দ্বিতীয় সেমিফাইনাল। যে চারটি দলকে বিশ^কাপ শুরুর আগে সবচেয়ে বেশি ফেভারিট ভাবা হচ্ছিল সে দলগুলোই শেষ পর্যন্ত সেমির টিকেট পেল। সেমির লড়াইয়ে উত্তীর্ণ হয়ে কোন দুটি দল লর্ডসের ফাইনালে মুখোমুখি হবে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App