×

জাতীয়

ড. শিরীন শারমিনের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ১০:০৭ পিএম

ড. শিরীন শারমিনের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশে ইউএনডিপি’র ব্যুরো অব পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট এর টিম লিডার মি. চার্লস চওভেল এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আজ রোববার (০৭ জুলাই) সংসদে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মশালা বিষয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং ইউএনডিপি’র মাঝে কর্মশালা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। সেলক্ষ্যে আগামীকাল সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে ৭৫জন মনোনীত সংসদ সদস্যদের নিয়ে এসডিজি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এসডিজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন বিষয়েও কর্মশালা আয়োজন করা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App