×

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলা: নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ০৫:৪৬ পিএম

আফগানিস্তানে বোমা হামলা: নিহত ১২

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের গজনীতে গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিহত ও ৫০ জনের মতো আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (০৭ জুলাই) এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। বাকিরা বেসামরিক নাগরিক। এদিকে হামলার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠী তালেবান বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিবৃতিতে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, বোমা হামলায় ডজনখানেক ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) সদস্য হতাহত হয়েছেন।

গজনীর প্রাদেশিক সরকারের মুখপাত্র আরিফ নূরী নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যের নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জনের মতো। তাদের দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলাটি আত্মঘাতী ছিল কি না তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের এ মুখপাত্র।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলার ১৮ বছর পার হতে চলেছে। দীর্ঘ এ যুদ্ধের অবসানে তালেবান-যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই হামলা জোরদার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তাদের দখলে রয়েছে এখনও আফগানিস্তানের অর্ধেকেরও বেশি অঞ্চল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App