×

খেলা

ভারতের শীর্ষে যাওয়ার লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ১২:৩৬ পিএম

ভারতের শীর্ষে যাওয়ার লড়াই
দ্বাদশ বিশ্বকাপের আজকের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে উপমহাদেশের দুই দেশ শ্রীলঙ্কা ও ভারত। শ্রীলঙ্কার শেষ চারে উঠার আশা শেষ হয়ে গেছে। অন্যদিকে ইতোমধ্যেই সেমির টিকেট পেয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচটি তাই কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার এই ম্যাচে দুদলের পাওয়ার আছে অনেক কিছু। লঙ্কানদের হারালে গ্রুপসেরা হয়ে লিগ পর্ব শেষ করতে পারবে রবি শাস্ত্রীর শিষ্যরা। অন্যদিকে শ্রীলঙ্কার লক্ষ্য থাকবে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচটির ভেন্যু লিডসের হেডিংলে স্টেডিয়াম। হট ফেভারিট হিসেবেই এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত। সে প্রমাণ এরমধ্যেই দিয়েছে কোহলির নেতৃত্বাধীন দলটি। লিগ পর্বে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এ ছাড়া অবশিষ্ট ৭ ম্যাচের ৬টিতেই জিতেছে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ভারত। হেরেছে কেবল ইংল্যান্ডের বিপক্ষে। পয়েন্ট টেবিলে কোহলির দলের অবস্থান দুই নম্বরে। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১৩। সমানসংখ্যক ম্যাচে ভারতের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিরাট কোহলির লক্ষ্য ধারাবাহিকতা ধরে রেখে আজকের ম্যাচেও জয় তুলে নেয়া। এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের লক্ষ্যটা অনেক বড়। শিরোপা জিততে চাই আমরা। তবে আপাতত আমরা চাই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে। এ জন্য লঙ্কানদের বিপক্ষে জয় পেতে হবে। এ ছাড়া জিতলে আত্মবিশ্বাস বাড়বে। সেমির আগে এটা খুব জরুরি। অন্যদিকে ইতোমধ্যেই শেষ চারের স্বপ্ন ভেঙে যাওয়া শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে চান জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে। তার ভাষায়, আমরা ফেভারিটের তালিকায় ছিলাম না। তবে বেশ কয়েকটি বড় দলকে হারিয়েছি। আমার দলের অধিকাংশ খেলোয়াড়ই তরুণ। আমরা চাই জয় দিয়ে বিশ^কাপ অভিযান শেষ করতে। শক্তিমত্তায় ভারত এগিয়ে। তবে আমাদের দলেও ম্যাচ উইনিং ক্রিকেটার রয়েছে। শ্রীলঙ্কার দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। যার একটিতে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ এবং অন্যটিতে পাকিস্তান। এ ছাড়া অবশিষ্ট ৬ ম্যাচের ৩টিতে জিতেছে তারা। করুনারতে্নর দল হারিয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড ও উইন্ডিজকে। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ৮। শ্রীলঙ্কা ও ভারত এ পর্যন্ত ১৫৮টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এরমধ্যে লঙ্কানদের ৫৬ জয়ের বিপরীতে ভারতীয়রা জিতেছে ৯০টি ম্যাচ। এ ছাড়া ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর টাই হয়েছে ১টি ম্যাচ। বিশ্বকাপে দুদল ৮ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৪টি ম্যাচে। আর ভারতের নামের পাশে আছে ৩ জয়। এ ছাড়া ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। র‌্যাঙ্কিংয়ে দুদলের মধ্যে বিস্তর ফাঁরাক রয়েছে। ভারতের অবস্থান যেখানে র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে সেখানে অষ্টম স্থানে রয়েছে লঙ্কানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App