×

খেলা

আরো একবার সাইফ ঝলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ০৪:৫১ পিএম

আরো একবার সাইফ ঝলক
প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটি ভাঙাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে মারকুটে ওপেনার ক্রিস গেইলকে নিয়ে সে কী আতঙ্ক টাইগার শিবিরে! কিন্তু সব শঙ্কা নিজের দ্বিতীয় ওভারেই দূর করে দেন সাইফ। গেইলকে শূন্যরানেই সাজঘরে ফেরান তিনি। গতকাল দ্বাদশ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। এ দিন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল হক দলকে ভালো শুরুর এনে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সফল হননি সাইফের কারণে। ফখরকে আউট করে এই জুটি ভাঙেন সাইফ। পাকিস্তানের বিপক্ষে এ দিন ৯ ওভারে ৭৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই টাইগার পেস বোলিং অলরাউন্ডার। এ নিয়ে দ্বাদশ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ৩ উইকেট নিলেন সাইফ। শুধু এই ম্যাচেই নয়, দ্বাদশ বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই বল হাতে সফল ডানহাতি এই পেসার। তাকেই ভাবা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আগামীর বড় তারকা। সাইফউদ্দিনের ওয়ানডে অভিষেক হয় ২০১৭ সালের ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। শুরুর দিকে অনিয়মিত থাকলেও একপর্যায়ে দলের অপরিহার্য একজন সদস্যে পরিণত হন তিনি। দ্বাদশ বিশ্বকাপে তার জায়গা চ‚ড়ান্তই ছিল। ইংল্যান্ডের মাটিতে বিশ^কাপ। তাই দলে এমন একজন ক্রিকেটার প্রয়োজন ছিল যিনি একই সঙ্গে দ্রুতগতিতে বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে নেমে দায়িত্বশীল ইনিংস খেলতে পারেন। এ কারণে প্রথম ম্যাচ থেকেই একাদশে সুযোগ দেয়া হয় সাইফকে। আস্থার প্রতিদানও ভালোভাবেই দিয়েছেন তিনি। দ্বাদশ বিশ্বকাপে সাইফ বল হাতে বেশ সফল। ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং নজর কেড়েছে সবার। ক্যারিয়ারে এ পর্যন্ত ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ২২ উইকেট পেয়েছেন সাইফউদ্দিন। এবারের বিশ্বকাপে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ৪টি ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাদে)। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দিকে নেমে খেলেন ২৯ রানের দায়িত্বশীল এক ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫ রান। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত থাকেন ২ রানে। আর ভারতের বিপক্ষে তো সাইফ দেখিয়ে দিয়েছেন ব্যাট হাতে তিনি কতটা পারদর্শী। তার ব্যাটেই ওই ম্যাচে শেষ দিকে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। অবশ্য কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। অপরাজিত থাকেন ৫১ রানে। ২০১৮ সালের শেষ দিকে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস বলেছিলেন যে তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছেন। এ তালিকায় রোডসের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সাইফই হতে যাচ্ছেন টাইগারদের আগামীর বড় তারকা। একজন পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ টাইগারদের সব সময় পুড়িয়েছে। সেই আক্ষেপটা পূরণের ইঙ্গিত দ্বাদশ বিশ্বকাপেই দিয়েছেন সাইফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App