×

জাতীয়

নানিয়ারচরে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ’র ৩ সশস্ত্র ক্যাডার আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ১২:০৯ পিএম

নানিয়ারচরে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ’র ৩ সশস্ত্র ক্যাডার আটক
রাঙামাটির নানিয়ারচরে পৃথক অভিযানে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) তিন সশস্ত্র সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। আটকরা হলেন- চিত্তি চাকমা ওরফে পল্লব চাকমা (৩২), উচি থৈ মারমা (১৮) এবং উথোয়াই অং মারমা (২৯)। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে নানিয়ারচর থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে যৌথবাহিনীর বরাত দিয়ে জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে নানিয়ারচর উপজেলার তৈনাপাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে পল্লব চাকমাকে নেশাগ্রস্ত অবস্থায় তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। অপরদিকে, যৌথবাহিনীর আরেকটি দল একইদিন বিকেলে উপজেলার ঘিলাছড়ি বাজারে চাঁদা আদায়ের সময় উচি থৈ মারমা ও উথোয়াই অং মারমাকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকা, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে জব্দ হওয়া মালামালসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা । তিনি আরও জানান ,আটকদের মধ্যে চিত্তি চাকমার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা এবং অপর দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App