×

আন্তর্জাতিক

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৮০, বহু প্রাণহানির আশংকা

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ১২:৪৩ পিএম

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৮০, বহু প্রাণহানির আশংকা
লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৮০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বিপুল পরিমান প্রাণহানির আশংকা করা হচ্ছে বলে জানায় বিবিসি। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, বৃহস্পতিবার তিউনিশিয়া উপকূলের জার্জিস বন্দর নগরীর কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে। আইওএম’র একজন মুখপাত্র টুইট করেছেন, ‘কীভাবে নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং প্রকৃতপক্ষে কতোজন নিখোঁজ আছে তা জানতে আরও সময় লাগবে।’ এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। বাকি তিন জনের চিকিৎসা চলছে। উদ্ধারকৃতরা জানান,তারা চারজন ডুবে যাওয়া নৌকার ভাঙ্গা অংশ ধরে দুইদিন ভেসে ছিল পরে ঢেউয়ের তোড়ে উপকুলের দিকে ভেসে আসে। তারা আরও জানান সেসময় দুর্ঘটনা স্থলে অনেক মৃতদেহ ছিল। এ নিয়ে তিউনিশিয়ার উপকূলে বেশ কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটলো। সর্বশেষ গত মে মাসে সেখানে নৌকাডুবিতে প্রায় ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App