×

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ০১:০৭ পিএম

ক্যালিফোর্নিয়া ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ১০.৩৩ মিনিটে ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর লস এঞ্জেলেসের ১৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, এই অঞ্চলে গেল কয়েক বছরের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মধ্য লস এঞ্জেলেসে ভূমিকম্পটি কিছুটা সময় স্থির ছিল। এতে অন্তত কয়েক সেকেন্ডের জন্য শহরের বিল্ডিংগুলো হেলে-দুলে ওঠে। অন্য দিকে থেকে থেকে অন্তত ২৫ বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবর এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। পাশাপাশি ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ও জিওফিজিস্ট পল কারুসো বলেন, ক্যালিফোর্নিয়ার ভারতীয় ওয়েলসের প্রায় ২০ মাইল পূর্বে মরুভূমিতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এটি ব্যাপকভাবে অনুভূত হলেও আমরা উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছি না। তবে ভূমিকম্পটি যদি লস এঞ্জেলেসের কাছাকাছি হতো, তাহলে পরিস্থিতি হয়তো ভয়ানক হতো। দমকল বিভাগ সূত্র জানায়, "ক্যালিফোর্নিয়ার ১০৬ টি ফায়ার স্টেশন ক্ষয়ক্ষতির বিষয়ে তাদের নিজ এলাকায় কৌশলগত জরিপ পরিচালনা করছে। "একবার এই প্রক্রিয়া সম্পন্ন হলে, সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App