×

জাতীয়

মোবাইল চার্জে রেখে ছেলের সঙ্গে কথা বলার সময় মায়ের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৮:৪৮ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে মোবাইল চার্জে রেখে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের সঙ্গে বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাবিয়া খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাবিয়া খাতুন কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান মানুর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। তার ছেলে মামুন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও মেয়ে মেঘলা কুমারখালী সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে অধ্যায়নরত।

নিহত মাবিয়ার ভাশুর (স্বামীর বড় ভাই) কিতাব আলী বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী মাবিয়া খাতুন সকালে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মামুনের সঙ্গে মোবাইল চার্জে দিয়ে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ভাইয়ের শাশুড়ির চিৎকারে আমরা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App