×

সাময়িকী

বর্ষা ধোয়া দুপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৬:৫১ পিএম

এমন দুপুরে সন্ধ্যে নামিতে দেখেছিলে কভু আর? তোমার বিরহে জলধারা বয় হৃদয় ডুবিয়া ভার। এমন করিয়া নামিলো বরষা, হৃদয়াবেগ নয়নে সহসা; নামাইলো ভীষণ অন্ধকার, তোমার বিরহে জলধারা বয় হৃদয় ডুবিয়া ভার। এমন করিয়া নামিলো শ্রাবণ ধারা, জলের শ্রোতে ধরণি ভাসিয়া সারা; এ যেন অটুট পারাবার, তোমার বিরহে জলধারা বয় হৃদয় ডুবিয়া ভার। এমন করিয়া নীলিমা মাঝে, বাজিছে বীণা সকাল-সাঁঝে; হৃদয় মাঝে বাজিছে করুণ সুর তোমার অপেক্ষার, তোমার বিরহে জলধারা বয় হৃদয় ডুবিয়া ভার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App