×

সাময়িকী

ঈর্ষার অভিধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৬:৫১ পিএম

করাত কলের মতো কেটে যাও আজ নিশ্ছিদ্র ভাবনা এসে বাজায় কখনো পেয়ালার ঈর্ষাটুকু। যেমন বাজিয়ে শোনাও তুমি আমাকে রঙচটে গান; ডান ঝাপটানো যত পাখিরা যেমন আওয়াজ পেলে কেঁদে ওঠে বারবার। এইসব ছেলেখেলা বিস্ময় পরিধি মেপে মেপে কতোকাল পুষে রাখে এই সময়ের অভিধান। জানা হয়ে যায় আগুনের ফুলকিতে রাঙা হয় কেন উদ্যমী সব উচ্চাশা। জলসায় বাজে নর্তকীর পাখোয়াজ। আর হেসে ওঠে এক অদম্য ইচ্ছের কুচকাওয়াজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App