×

সাহিত্য

শিল্পকলায় ‘একা এক নারী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ১২:২০ পিএম

শিল্পকলায় ‘একা এক নারী’
ইট-কাঠ-পাথরের নাগরিক জীবনে বন্দি এক নারীর গল্প নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় একক নাটক ‘একা এক নারী’। অভিনেত্রী তনিমা হামিদের অনবদ্য অভিনয়ে উঠে এলো নারীর এক অব্যক্ত অধ্যায়। যা শত শত বছর ধরেই বঞ্চিত নারীর প্রতিকৃতি। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল নাট্যচক্রের ৫৪তম প্রযোজনা ‘একা এক নারী’র নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ। ইতালির নোবেল বিজয়ী সাহিত্যিক, নাট্যকার ও অভিনেতা দারিও ফো এবং ফ্রাংক রামে রচিত ‘এ উমেন অ্যালোন’ নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সালাম। লাইট ডিজাইন করেন নাসিরুল হক খোকন, সাউন্ড ডিজাইন আহসান রেজা খান তুষার, মঞ্চ পরিকল্পনা জুনায়েদ ইউসুফ, পোশাক পরিকল্পনা আইরিন পারভিন লোপা এবং কোরিওগ্রাফি করেন স্নাতা শাহরিন। শিল্পকলার আয়োজনে ‘আমার প্রস্তাব, আমার প্রত্যয়’ : ‘জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব’- স্লোগান নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন গবেষণা। দেশব্যাপী এই গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পের আলোয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। জন্মশতবর্ষকে কেন্দ্র করে একাডেমির কর্মপরিকল্পনা সম্পর্কে এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত ও পরামর্শ সংগ্রহের এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘আমার প্রস্তাব, আমার প্রত্যয়’। এছাড়া বঙ্গবন্ধুকে শ্রদ্ধাজ্ঞাপন করে মুজিববর্ষে (১৭ মার্চ ২০২০-১৭ মার্চ ২০২১) অন্তত একটি ভালো কাজ করার প্রত্যয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে উদ্বুদ্ধকরণে কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামের শিশু-কিশোর, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সংস্কৃতিকর্মী, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সব অফিসের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, কৃষক, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ এই তথ্যছক পূরণ করতে পারবে। শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, ঢাকা ও ঢাকার বাইরের স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস, শিল্পকলা একাডেমির সব শাখাতে এই ফর্ম দেয়া হয়েছে। গত মে থেকে সারাদেশে এই কার্যক্রম চলছে। বাছাই কাজ শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ১ আগস্টের মধ্যে তথ্যছক পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা অথবা ই-মেইল ([email protected]) বরাবর প্রেরণ করা যাবে। গারা দেশ থেকে পাওয়া তথ্য ছকসমূহ যাচাই-বাছাই পূর্বক সেরা ২০ জন সৃজনশীল ধারণা প্রদানকারীকে পুরস্কৃত করা হবে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি সৃজনশীল ধারণাসমূহ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App