×

জাতীয়

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৭:১৭ পিএম

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের মাজার রোড থেকে শুরু করে সনি সিনেমা হল পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় প্রায় ৪০০ অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের পাশাপশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা মার্কেটের দক্ষিণে অবৈধভাবে গড়ে ওঠা একটি প্লাস্টিকের মার্কেট এবং পূর্বদিকে সবজির বাজার উচ্ছেদ করা হয়।

অভিযারে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে স্থাপিত প্রায় ৪০০টি অস্থায়ী দোকান, সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানায় ডিএনসিসি।

উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App