×

আন্তর্জাতিক

দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রীলঙ্কার ‍পুলিশ প্রধান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৯:০০ এএম

দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রীলঙ্কার ‍পুলিশ প্রধান গ্রেপ্তার
ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলা প্রতিরোধে ব্যর্থ শ্রীলঙ্কার ‍পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবকে দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা মঙ্গলবার তাদের গ্রেপ্তারের খবর দেন বলে জানায় এনডিটিভি। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল সোমবার পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনার পর তাদের গ্রেপ্তার করা হয়। দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গোয়েন্দারা গ্রেপ্তার করতে গেলে দুইজনই অসুস্থ হয়ে পড়েন বলে জানান গুনাসেকারা। সোমবার অ্যাটর্নি জেনারেল দাপুলা ডি লিভেরা বলেন, তারা ইস্টার সানডেতে হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছেন। তাদের অবহেলার কারণেই এত প্রাণহানি হয়েছে। এই অবহেলা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের সামিল।তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় দুই দফায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় বোমা হামলায় ২৫৮ জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App