×

জাতীয়

জাবিতে দুই পক্ষের গোলাগুলিতে আহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০৪:৪৯ পিএম

জাবিতে দুই পক্ষের গোলাগুলিতে আহত ৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ পক্ষের গোলাগুলিতে ৩০ জন আহত হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহিবউর রউফ শৈবালও আহত হন। বুধবার দুপুর ২টার দিকে বটতলা মোড়ে খাবার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। জানা যায়, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বটতলা মোড়ে মিষ্টি খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। সংঘর্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা পিস্তল, রামদা, রড, হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App