×

অর্থনীতি

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় এফবিসিসিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ০১:২৪ পিএম

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় এফবিসিসিআই
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সফররত এফবিসিসিআই নেতারা সফরের দ্বিতীয় দিনে গতকাল ‘বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন’ বিষয়ক এক সেমিনারে অংশ নেন। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) গতকাল ডালিয়ানের এক হোটেলে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সিসিপিআইটি নেতারা ছাড়াও চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সেমিনারে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহবান জানান। শেখ ফাহিম জানান, গত অর্থবছরে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে বাংলাদেশ ০.৬৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ১১.৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। উল্লেখ্য, এফবিসিসিআইয়ের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চীন গেছে। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ৫৯ সদস্যবিশিষ্ট এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এফবিসিসিআই নেতারা আগামী ৪ জুলাই বাংলাদেশ ও চীনের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠেয় একটি বিজনেস রাউন্ড টেবিলে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বেইজিংয়ে আগামী ৫ জুলাই এফবিসিসিআই নেতারা এবং সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্সের মধ্যে এক বিজনেস মিটিং অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই সভাপতি, সহসভাপতি এবং পরিচালকরা এ অনুষ্ঠানে অংশ নেবেন। এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, এফবিসিসিআই সহসভাপতি রেজাউল করিম রেজনু, মি. দিলীপ কুমার আগরওয়ালা, সিদ্দিকুর রহমান ও মীর নিজাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, কাজী আমিনুল হক, মি. প্রবীর কুমার সাহা, মি. সুজিব রঞ্জন দাস, মো. আবু নাসের, মো. নিজাম উদ্দিন, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, কাজী বেলায়েত হোসেন, মো. আতাউর রহমান ভূঁইয়া, মোহাম্মদ রিয়াদ আলী, বেনজীর আহমেদ, সৈয়দ সাদাত আলমাস কবির, মেহেদী আলী, মো. মুনির হোসেন, সৈয়দ নুরুল ইসলাম, মো. হাসানুজ্জামান, মোহাম্মদ মনজুর রহমান পিটার এবং সামিউল হক শাফা। এ ছাড়াও এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি মিসেস রুবানা হক, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওসামা তাসের, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো এসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি খন্দকার মশিউজ্জামান। সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ৬ জুলাই ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App