×

বিনোদন

‘সা রে গা মা পা’র চূড়ান্ত পর্ব ২৮ জুলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ০২:০৯ পিএম

‘সা রে গা মা পা’র চূড়ান্ত পর্ব ২৮ জুলাই
আগামী ২৮ জুলাই প্রচারিত হবে জি বাংলার সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র চূড়ান্ত পর্ব। এ দিনই জানা যাবে নোবেল, অঙ্কিতা, গৌরব, স্নিগ্ধজিত, সুমন ও প্রীতমের মধ্যে কার গলায় উঠবে বিজয়ের মালা। গত শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চূড়ান্ত পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত পর্বে বাকি ভারতীয় প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন গোপালগঞ্জের তরুণ সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, দর্শক ভোটে এগিয়ে থাকলেও গানের প্রতিযোগিতায় প্রথম হতে পারছেন না এই তারকা। তাকে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলাফল ঘোষণার আগেই হাতে পাওয়া পুরস্কার বিজয়ীদের তালিকায় দেখা গেছে, প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল! বিশ্বস্ত সূত্রে আরো জানা যায়, বিচারকদের রায়ে এই ফল হলেও দর্শক ভোটে সেরা নোবেল। তিনি ‘মোস্ট ভিউয়ার চয়েস’-এ বিজয়ী হয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি পুরস্কার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। চূড়ান্ত রায়ে কোন অবস্থানে থাকছেন তা জানতে পর্বটি প্রচারের জন্য দর্শকদের অপেক্ষায় থাকতে বলেছেন নোবেল। ভারতের অন্যতম পুরনো এ রিয়েলিটি শো শুরু হয় ১৯৯৫ সালে। দেশটির জি নেটওয়ার্কের টিভি চ্যানেলের বিভিন্ন টিভি চ্যানেলে আলাদা আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে গত সেপ্টেম্বরে জি বাংলার প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেয়; এ পর্বের ইতি ঘটবে ২৮ জুলাই। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাইনুল ইসলাম নোবেল। বাকিরা নানা ধাপে ছিটকে গেলেও একমাত্র নোবেলই বাংলাদেশ থেকে জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। পুরো আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর ও পন্ডিত তন্ময় বোস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App