×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে টানা বৃষ্টিতে ১৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১১:৪৬ এএম

মুম্বাইয়ে টানা বৃষ্টিতে ১৬ জনের মৃত্যু
ভারতের বন্দরনগরী মুম্বাইয়ে টানা বৃষ্টিপাতে আজ মঙ্গলবার ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত দুদিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে তা বলা হয়েছে। বৃষ্টির কারণে রানওয়ে থেকে একটি উড়োজাহাজ ছিটকে পড়ায় ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া বহু ট্রেনের শিডিউল পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার মুম্বাইয়ের কাছের একটি এলাকায় শুধু ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতে ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী ২৪-৪৮ ঘণ্টা পর্যন্ত মুম্বাই ও আশপাশের নিম্নাঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস। ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানায়, ৩-৫ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে মুম্বাই বন্যা ঝুঁকিতে রয়েছে। এই সময়ের মধ্যে ২০০ মিলিমিটারের মতো বৃষ্টি ঝরতে পারে প্রতিদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App