×

অর্থনীতি

বাজার মূলধনের শীর্ষে গ্রামীণ ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১২:৩৯ পিএম

বাজার মূলধনের শীর্ষে গ্রামীণ ফোন
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন লিমিটেডের বাজার মূলধন চলতি বছরের ছয় মাসে কিছুটা কমেছে। তবে গত জুন শেষে বাজার মূলধনের শীর্ষে রয়েছে কোম্পানিটি। গত ৬ মাসের তথ্য পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, জুন শেষে গ্রামীণ ফোনের বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৯ হাজার ২৪৫ কোটি টাকা। ডিসেম্বর,১৮ শেষে বাজার মূলধন ছিল ৪৯ হাজার ৫৯৬ কোটি টাকা। ছয় মাসে গ্রামীণ ফোনের বাজার মূলধন কমেছে দশমিক ৭ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৬৪ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। বাজার মূলধনে দ্বিতীয় অবস্থান করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবিসি)। কোম্পানিটির বাজার মূলধন ২৪ হাজার ৬২৫ কোটি টাকা। ডিসেম্বর, ১৮ শেষে কোম্পানির বাজার মূলধন ছিল ২১ হাজার ২৫০ কোটি টাকা। গত ৬ মাসে বিএটিবিসি’র বাজার মূলধন বেড়েছে ১৫ দশমিক ৯ শতাংশ।কোম্পানির শেয়ার সর্বশেষ ১ হাজার ৩৬৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। বাজার মূলধনে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫৩ কোটি টাকা। ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির বাজার মূলধন ছিল ১৮ হাজার ৬৫৭ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানির বাজার মূলধন বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৬৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। বাজার মূলধনের তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭০ কোটি টাকা। ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির বাজার মূলধন ছিল ১২ হাজার ৬৬১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৪১ দশমিক ৯ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App