×

খেলা

জীবন পাওয়া রোহিতের ফিফটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ০৫:০২ পিএম

জীবন পাওয়া রোহিতের ফিফটি
বিশ্বকাপে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায় বার্মিংহামের এজবাস্টনে শুরু হয়েছে হাইভোল্টেজ এই ম্যাচটি। ভারতের দুই ওপেনার বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটেই ১২১ রান। রোহিত ৫৭ বলে করেন ৬০ রান। রাহুল ৬২ বলে করেন ৫৭ রান। টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে বোলিং উদ্বোধন করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনের শুরুটা দারুণ হয়েছিল। মোস্তাফিজুর রহমানের করা ৬ষ্ঠ ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৯ রানে বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার দেওয়া সহজ একটা ক্যাচ হাতছাড়া করেন তামিম ইকবাল! বড় ম্যাচে এমন ক্যাচ ছাড়ার পরিণাম হিসেবে বাংলাদেশকে কতখানি ভূগতে হবে সেটাই দেখার বিষয় এখন। ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে খেলতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় ছিল। শেষ পর্যন্ত আজ রিয়াদকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ দল। তার পরিবর্তে একাদশে ফিরেছেন সাব্বির রহমান রুম্মন। একাদশ থেকে নাম কাটা পড়েছে মিরাজেরও। এজবাস্টনের মাঠ ছোট হওয়ায় এবং স্পিনাররা সুবিধা করতে না পারার কারণে তাকে বসিয়ে রেখে বাড়তি এক পেসার হিসেবে রুবেল হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। পরিবর্তন এসেছে ভারতের একাদশেও। একজন স্পিনার বাড়তি পেসার খেলাচ্ছেন বিরাট কোহলি। কুলদ্বীপ যাদবের বদলের আজ দলে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার। অফ-ফর্মে থাকা কেদার যাদবের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন দিনেশ কার্তিক। দুই দলেরই এটি অষ্টম ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সপ্তম স্থানে রয়েছে। আর সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App