×

খেলা

অলরাউন্ডার হিসেবে সাকিবের আরেক রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১১:১৫ পিএম

অলরাউন্ডার হিসেবে সাকিবের আরেক রেকর্ড

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপ ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের এক আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০ রান ও অন্তত ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন সাকিব।

এদিন ব্যাটিংয়ে নামার আগে ৫০০ রান থেকে ২৪ রান দূরে ছিলেন সাকিব। পরে ১৮তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। সব বিশ্বকাপ মিলিয়ে দশম ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৫০০ রানের এলিট ক্লাবে ঢুকলেন সাকিব। শেষ পর্যন্ত সাকিব এদিন ৬৬ রান করে বিদায় নেন।

বোলিংয়ে সাকিব এ ম্যাচে একটি উইকেটের দেখা পান। আগেই ১০ উইকেট পাওয়া এই টাইগারের বর্তমান উইকেট সংখ্যা ১১। এর আগে সাকিব বিশ্বকাপে প্রথম অলরাউন্ডার হিসেবে ১০০০ রান ও অন্তত ৩০ উইকেট নিয়ে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App