×

জাতীয়

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ০৩:৫৪ পিএম

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার দুপুরে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd -এ আপলোড করা হবে। ৩৮তম বিসিএসের মাধ্যমে এবার ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের বদলে ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবেন। গতকাল রোববার ( ৩০ জুন) কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৩৬ জন কর্মকর্তা বেশি নিয়োগ পাচ্ছেন। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের আগস্ট মাসে। এর আগে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App