×

অর্থনীতি

হরিলুট কমালে দাম বাড়াতে হতো না : ড. ম. তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ১১:১৬ এএম

হরিলুট কমালে দাম বাড়াতে হতো না : ড. ম. তামিম
গ্যাসের দাম না বাড়িয়ে সরকারের কোনো উপায় ছিল না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ম তামিম। তবে সিস্টেম লসের নামে ‘হরিলুট’ বন্ধ করা গেলে দাম এত বাড়াতে হতো না বলে মন্তব্য করেন তিনি। গ্যাসের দাম বাড়ানো নিয়ে গতকাল রবিবার ভোরের কাগজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে চুরি ও দুর্নীতির কারণে ১২ শতাংশ সিস্টেম লস হচ্ছে। এটা অচিন্তনীয়। আমি বলব, হরিলুট হচ্ছে এ খাতে। সেটা কমিয়ে আনা গেলে দাম হয়তো বাড়াতে হত, কিন্তু এত না। আবাসিক চুলার ক্ষেত্রে দাম বাড়ানো ঠিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ৯০ শতাংশ রান্নাঘরে পাইপ লাইনের গ্যাস নেই। সেখানে চুলা প্রতি মাসে প্রায় এক হাজার টাকা খুব বেশি না। বাজারের অন্য জ্বালানির সঙ্গে তুলনা করলে এটা যুক্তিসঙ্গত। দাম বাড়ালে আমরা সবাই হতাশ হই। কিন্তু বাস্তবতা তো আমাদের মানতে হবে। সিএনজির দাম বাড়ানো কারণে পরিবহন ভাড়া অযৌক্তিকভাবে যেন না বাড়ে সে বিষয়ে সরকারের কঠোর মনিটরিং দরকার বলে মনে করেন তিনি। বলেন, আগের চেয়ে সিএনজির দাম মাত্র ৩ টাকা বেড়েছে। আরেকটু বাড়ানো উচিত ছিল। একই সঙ্গে অকটেনের দাম কমানো উচিত। সিএনজির দাম বাড়ানোর প্রভাব পরিবহন খাতে পড়ার কথা না জানিয়ে তিনি বলেন, এমনিতেই শহরে পরিবহনের ভাড়া বেশি রাখা হয়। আমাদের দেশে ১ টাকা গ্যাসের দাম বাড়লে পরিবহন মালিকরা ১০ টাকা বাড়ান। সেখানে সরকারকে কঠোর হতে হবে। তিনি বলেন, ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম ৯ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৮৫ পয়সা করায় একটা ধাক্কা শিল্প খাতে আসবে। পাশাপাশি ক্ষুদ্র কুটির শিল্পে গ্যাসের দাম বাড়ানোটা অযৌক্তিক বলে মনে হচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগের তুলনায় কর্মসংস্থান বেশি। তাই সেখানে প্রণোদনা দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App