×

সাহিত্য

সৈয়দ হাসান ইমামের আত্মজীবনী ‘আকাশ আমায় ভরলো আলোয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ১২:০১ পিএম

সৈয়দ হাসান ইমামের আত্মজীবনী ‘আকাশ আমায় ভরলো আলোয়’
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের আত্মজীবনীমূলক ‘আকাশ আমায় ভরলো আলোয়’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের আয়োজন করা হয়। একইদিনে ছিল সৈয়দ হাসান ইমাম ও তার স্ত্রী লায়লা হাসানের ৫৪তম বিবাহবার্ষিকীও। অনুষ্ঠানে দুই আনন্দধারা একাকার হয়ে যায়। পরিবার-পরিজন, বন্ধু-শুভার্থীরা সম্মিলিতভাবে এ অনুষ্ঠান উদযাপন করেন। এ সময় সৈয়দ হাসান ইমামের জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী করা হয়। ‘বিনয়ী মানুষ বিক্ষুব্ধ শিল্পী’ নামের প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন হাসান ইমামের মেয়ে সঙ্গীতা ইমাম। অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমামকে নিয়ে আলোচনা করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, প্রাবন্ধিক মোনায়েম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সৈয়দ হাসান ইমামের স্ত্রী লায়লা হাসান, প্রাবন্ধিক নূহ-উল আলম লেনিন, উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিম, নাট্যজন গোলাম রব্বানী, পাঞ্জেরী পাবলিকেশন্সের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, মারুফ রসূল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সৈয়দ হাসান ইমামের মেয়ে সঙ্গীতা ইমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রতন সিদ্দিকী। অনুষ্ঠান শুরু হয় খেলাঘরের শিশুদের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। পরে খেলাঘরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসানকে। এ ছাড়াও শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। আবুল মাল আবদুল মুহিত বলেন, বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে। তিনি যেটাকে আদর্শ মনে করেন তা তিনি যে কোনোভাবে পালন করেন। এটা তার চরিত্রের অত্যন্ত দৃঢ়তর একটি দিক। নাসিরউদ্দীন ইউসুফ বলেন, একজন মানুষ যিনি রাজনৈতিক দীক্ষার সঙ্গে সাংস্কৃতিক প্রেরণাকে যুক্ত করেছিলেন। আমাদের প্রজন্মের মুক্তিযোদ্ধারা সৈয়দ হাসান ইমামের প্রতি কৃতজ্ঞ। তার প্রেরণা আমাদের মুক্তিযুদ্ধে বিশাল অবদান রেখেছিল। সৈয়দ হাসান ইমাম বলেন, আমার জীবনে কোনো আকাক্সক্ষা ছিল না। কিছু হতে চাইনি কখনো। যেহেতু, বড় হওয়ার আকাক্সক্ষা ছিল না কোনোদিনই। তাই কোনো কাজ ছাড়তে ও ধরতে কষ্ট হয়নি। তবে, আমার সৌভাগ্য যখন যা করতে চেয়েছি তা করতে পেরেছি। তার স্ত্রী লায়লা হাসান বলেন, তার কাজের জগত নিয়ে সবাই বললেন। কিন্তু আমরা জানি স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে তিনি তুলনাহীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App