×

অর্থনীতি

শিল্প-কারখানা ধ্বংস হয়ে যাবে : শফিউল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ১১:২৩ এএম

শিল্প-কারখানা ধ্বংস হয়ে যাবে : শফিউল ইসলাম
গ্যাসের দাম বাড়ালে দেশের শিল্প ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। ভোরের কাগজের সঙ্গে গতকাল রবিবার একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, গ্যাসের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। পাশাপাশি এ মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধির চাপ শিল্প সইতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, এমনিতে নানা প্রতিক‚লতার মধ্যে রয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো। একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। আগে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ, সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণের ব্যবস্থা ও গ্যাসের ইবিসি মিটার সরবরাহ করতে হবে। যাতে ব্যবসায়ীরা বিগত দিনের লোকসানের ক্ষতি পুষিয়ে নিতে পারে। এরপর দাম বাড়ানোর চিন্তা করতে হবে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়বে রপ্তানি খাত। যেসব পণ্যের একটি বড় অংশ দেশে আমদানি হয়, তাদের বিপদটাও কম নয়। রপ্তানি খাতে উৎপাদন খরচ বেড়ে গিয়ে প্রতিযোগিতা সমতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেশে উৎপাদন খরচ বাড়লে বাজার পেয়ে যেতে পারে আমদানি পণ্য। তিনি বলেন, আমরা তো শুনানিতে বলেছি, সরকারকে এই মুহূর্তে দেখতে হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাকি ইউটিলিটি প্রাইজ। সরকার তো অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছে। এখন আমরা দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছি। ইকোনমিক জোনগুলো তৈরি হচ্ছে। এর মধ্যে ব্যাংকের উচ্চ সুদহার, ভূমির উচ্চমূল্য, লেবার কস্ট হাই এক কথায় বর্তমানে একটা খারাপ অবস্থা যাচ্ছে। অর্থাৎ বিনিয়োগের জন্য খুব অনুকূল পরিবেশ না। আমাদের যে কাক্সিক্ষত মাত্রায় বিনিয়োগ হওয়া উচিত, কিন্তু পরিপূর্ণভাবে আমরা বিনিয়োগ করতে পারছি না। এর মধ্যে যদি নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি পায় তবে একটা ইনফ্লেশনের প্রেসার আসবে দেশীয় মার্কেটে এবং আন্তর্জাতিক মার্কেটে যখন আমরা রপ্তানিতে যাব তখন আমাদের প্রতিযোগিতা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সব মিলে আমরা মনে করি সময়টাতে আরো সতর্কতার সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ানো উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App