×

তথ্যপ্রযুক্তি

যা থাকবে অ্যাস্টন মার্টিনের হাইপারকারে

Icon

কাগজ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ০৩:১৩ পিএম

যা থাকবে অ্যাস্টন মার্টিনের হাইপারকারে
জেমস বন্ডের সিনেমায় অ্যাস্টন মার্টিনের মিড ইঞ্জিন ‘হাইপারকার’ ব্যবহার করা হবে বলে জানা গেছে। জানা যায়, ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারী সংস্থাটির গাড়ি, ২৫তম জেমস বন্ড সিনেমায় ব্যবহার করবে। এটির মডেল মিড ইঞ্জিন হাইপারকার অ্যাস্টন মার্টিন ভ্যালহালা। আরো জানা যায়, সিনেমায় জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন ক্রেগ। এবার প্রথম কোন মিড ইঞ্জিন হাইপারকার চালাবেন না জেমস বন্ড। এর আগে ১৯৮১ সালে ইওর আইস অনলি সিনেমায় রজার মুর লোটাস এস্প্রিট টার্বো চালিয়েছিলেন। গাড়িটি ট্র্যাকে চালানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই গাড়ি। এই গাড়িতে রয়েছে কার্বোন ফাইবার মোনোক্রোম চ্যাসিস। থাকছে একটি টুইন টার্বো চার্জড ইঞ্জিন। সঙ্গে রয়েছে ব্যাটারির ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯৮৬ বিএইচপি শক্তি পাওয়া যাবে। থাকছে ডুয়াল এক্সহস্ট। সিনেমায় গাড়ির প্রি-প্রোডাকশান মডেল ব্যবহার হবে ২০২১ সালে বিক্রি শুরু হবে এই গাড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App