×

খেলা

ভারতের বিপক্ষে দলের সেরাটা চান মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ১০:১৮ পিএম

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার শক্তিশালী ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দলকে নিজেদের সেরাটা খেলতে হবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিন জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাত পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ছয় নম্বরে আছে টাইগাররা।

দশ দলের এ টুর্নামেন্টে বাংলাদেশকে শেষ চারে উঠতে হলে মঙ্গলবার ভারত এবং নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে এবং অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে।

মাশরাফি বলেন, ‘এই বিশ্বকাপে ভারত খুবই শক্তিশালী একটা দল, তাদের হারানো সহজ হবে না। তবে আমাদের কঠিন ক্রিকেট খেলতে হবে এবং প্রত্যেক বিভাগেই শতভাগ উজার করে দিতে হবে। আমরা এখনো টুর্নামেন্টে আছি? হতে পারে আবার নাও হতে পারে। দেখা যাক কি হয়। তবে আমরা এ পর্যন্ত যেভাবে খেলেছি কাল তারচেয়েও ভাল খেলতে হবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ পর্যন্ত ব্যাট হাতে ৪৭৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১০ উইকেট।

মাশরাফি বলেন,‘ সাকিব নিজের সেরা খেলাটাই খেলছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই সে ভাল করছে। এবারের বিশ্বকাপে সেরা পারফরমার। এখনো অনেক কিছুই বাকি আছে এবং আশা করছি অতীতের ন্যায় মঙ্গলবার সে ভাল করবে এবং ভাল অবস্থানে থেকেই শেষ করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App