×

তথ্যপ্রযুক্তি

চার সেকেন্ডে ৬০ মাইল গতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ০৩:১০ পিএম

চার সেকেন্ডে ৬০ মাইল গতি
ইলেকট্রিক বাইক আনছে মোটরসাইকেল নির্মাতা বিশ্বখ্যাত মার্কিন প্রতিষ্ঠান হার্লি-ডেভিডসন। মিলান মোটরসাইকেল শোতে নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল দেখিয়েছে প্রতিষ্ঠানটি যা চলতি বছর বাজারে আসবে। খবর প্রযুক্তি সাইট ভার্জের তথ্য মতে লাইভওয়্যার নামের নতুন এই মোটরসাইকেলটি চলতি বছর বাজারে আনতে পারে হার্লি-ডেভিডসন। এর আগে মোটরসাইকেলটির প্রোটোটাইপ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার নতুন সংস্করণে এটির পূর্ণ নকশা দেখানো হয়েছে। লাইভওয়্যারের প্রোটোটাইপ উন্মোচনের সময় নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয় শূন্য থেকে ঘন্টায় ৬০ মাইল গতি তুলতে মোটরসাইকেলটির সময় লাগবে মাত্র চার সেকেন্ডের কম। ‘সাশ্রয়ী’ মোডে একবার পূর্ণ চার্জে মোটরসাইকেলটি চলবে ৫৫ মাইল। জিরো মোটরসাইকেলসের মতো প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মোটরসাইকেল ইতিমধ্যেই একবার পূর্ণ চার্জে ১০০ মাইল চলতে পারে। ধারণা করা হচ্ছে হার্লি-ডেভিডসনের ক্ষেত্রেও তেমনটা দেখা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App