×

তথ্যপ্রযুক্তি

রান্না ঘরে কাজ করবে বিশেষ রোবট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০৩:২৯ পিএম

রান্না ঘরে কাজ করবে বিশেষ রোবট
রান্না ঘরের কাজ কমিয়ে দিতে তৈরি করা হয়েছে বিশেষ একটি রোবট। হাঁড়ি পাতিল ধোয়ার মতো বিরক্তিকর কাজটি থেকে রেহাই দিতে রোবটটি তৈরি করেছে ডিশক্রাফট নামের একটি কোম্পানি। তবে সাধারণ বাসা বাড়ির জন্য নয়। কেবল বাণিজ্যিক প্রতিষ্ঠানেই রোবটটি ব্যবহার করা যাবে। খাবার শেষে শুধু বিশেষ একটি জায়গায় প্লেট রাখলেই কাজ শেষ। বাকি কাজ রোবটটি করে নেবে। একই কাজের জন্য আগে থেকেই মানুষ ডিশওয়াশার ব্যবহার করে আসছে। কিন্তু ডিশওয়াশারের সঙ্গে রোবটটির পার্থক্য হলো এতে এআই নিয়ন্ত্রিত ক্যামেরা আছে। একটি প্লেট একবারের বেশি ধোয়ার প্রয়োজন আছে কিনা তা পর্যবেক্ষণ করবে ক্যামেরাটি। হাঁড়ি পাতিল ধোয়ার কাজটি যে রোবট নিখুঁতভাবে করবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এই কাজ রোবটদের দখলে চলে গেলে অনেক মানুষ চাকরি হারাবেন। যাদের কোনো কাজেরই কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তারা খুব সহজেই হাঁড়ি পাতিল ধোয়ার চাকরি পেয়ে যান। তাদের জন্য দুঃসংবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App