×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০৯:১২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের সাক্ষাৎ

ফাইল ছবি

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।আজ রোববার (৩০ জুন) সংসদে ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। বিরোধী দলীয় নেতার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুত্র রাহগীর আলমাহে এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগতি করেন।

হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা হঠাৎ করে অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন রওশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রওশন এরশাদকে এরশাদের চিকিৎসার বিষয়ে সব ধরনের খোঁজ-খবর রাখছেন বলে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সহযোগিতার কথাও জানান।

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। ইনফেকশনও দেখা দিয়েছে। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্ট (কৃত্রিম শ্বাস) দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App