×

খেলা

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১০:৪৩ এএম

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩৭তম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। লন্ডনের লর্ডসে শনিবার অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৪৪ রানের জবাবে নিউজিল্যান্ড ৪৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫৭ রান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে অ্যারন ফিঞ্চের দল। লর্ডসে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং তোপে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৫৭ রানে। মিচেল স্টার্ক ও জেসন বেরেনডর্ফের দুর্দান্ত বোলিংয়ে এই জয় পায় অসিরা। স্টার্ক ২৬ রানে ৫টি এবং জেসন ৩১ রানে ২ উইকেট পান। উইলিয়ামসন ৪০ ও রস টেলর ৩০ রান করেও নিউজিল্যান্ডের হার এড়াতে পারেননি। এর আগে টস জিতে ব্যাটিং নেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। কিন্তু এতে যেন বিপদই ডেকে আনলেন তিনি। ১২ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরত যান ফিঞ্চ নিজে, ওয়ার্নার এবং স্মিথ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে মূল ভিত্তিটাই নেই! অবশেষে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া। সাফল্য পেয়েছেন বোল্ট। ৫০ তম ওভারে পরপর তিন বলে খাজা, স্টার্ক ও বেরেনডর্ফকে আউট করলেন তিনি। চলতি বিশ্বকাপের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন ভারতের মোহাম্মদ শামি, আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচে বোল্ট নিয়েছেন মোট চারটি উইকেট। পঞ্চম ওভারেই আউট হন ফিঞ্চ। তখন অস্ট্রেলিয়ার রান ১৫। ১০ম ওভারে বিদায় নেন ওয়ার্নার এবং ১২ তম ওভারে আউট হন স্মিথ। ওয়ার্নার করেন ১৬ রান। ফিঞ্চ ৮ ও স্মিথ ৫ রানে বিদায় নেন। ওয়ার্নার ও স্মিথকে ফেরান ফার্গুসন। বোল্টের বলে আউট হন ফিঞ্চ। শেষ পর্যন্ত খাজা হাল ধরেন দলের। ৮৮ রানের ধৈর্যশীল একটি ইনিংস খেলেন তিনি। কেরির ব্যাট থেকে আসে ৭১ রান। যার ওপর ভিত্তি করে ২৪৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফার্গুসন ও নেশাম দুইটি করে উইকেট পান। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। পুরো আসরের শুরু থেকে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। তবে গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় নিউজিল্যান্ড। চলতি আসরে এটাই নিউজিল্যান্ডের প্রথম হার। এই জয়ে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১১ পয়েন্ট তৃতীয় স্থানে রয়ে গেছে নিউজিল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App