×

আন্তর্জাতিক

ডিএমজেডে হচ্ছে ট্রাম্প-কিমের তৃতীয় সাক্ষাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০১:১৪ পিএম

ডিএমজেডে হচ্ছে ট্রাম্প-কিমের তৃতীয় সাক্ষাত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আশাবাদ ব্যাক্ত করার পর অবশেষে দুই কোরিয়ার সীমান্তে তাদের সাক্ষাৎ হচ্ছে। সম্প্রতি জাপানের ওসাকায় জি টোয়েন্টি সম্মেলনে ট্রাম্প আশা প্রকাশ করে বলেছিলেন, ‘আমি জাপান থেকে সরাসরি দক্ষিণ কোরিয়া যাব সেখানে সীমান্ত এলাকায় কিমের সঙ্গে হাত মেলাতে চাই। এটি দুই মিনিটের জন্য হলেও আমি খুশি’। ট্রাম্পের এমন আকাঙ্খার পরই এই সাক্ষাৎ ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এই সাক্ষাতের কথা নিশ্চিত করে ট্রাম্প জানিয়েছেন, দুই কোরিয়াকে বিভক্তকারী ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পানমুনজামে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অল্প সময়ের জন্য সাক্ষাৎ করবেন। রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে সীমান্ত গ্রাম পরিদর্শনে যাবেন ট্রাম্প। সেখানের সল্প সময়ের জন্য কিমের সঙ্গে সাক্ষাৎ হবে তার। পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ করে নজিরবিহীন এই সাক্ষাৎ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। জি টোয়েন্টি সম্মেলন শেষে এদিকে নজর দিয়েছে বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে, দুই কোরিয়ার সীমান্তে তারা ‘শান্তির জন্য হ্যান্ডশেক’ করবেন বলে সিউলে এক যৌথ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ডিএমজেড-এ কিম জং-উনের সঙ্গে বৈঠকটি হলে তা হবে এই দুই নেতার তৃতীয় বৈঠক। জি-টোয়েন্টি সম্মেলন শেষে জাপানের ওসাকা থেকে শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল গিয়েছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের সঙ্গে বৈঠক করার জন্য সেখানে গিয়েছেন তিনি। এখন পর্যন্ত দুই বার সাক্ষাৎ হয়েছে বিশ্বের আলোচিত এই দুই নেতার। প্রথমবারের বৈঠক বেশ সফল হলেও দ্বিতীয় বারের বৈঠক শেষ হয় কোনো ফলাফল ছাড়াই। এরপর থেকে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App