×

খেলা

উরুগুয়েকে হারিয়ে সেমিতে পেরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০৮:৪৫ এএম

উরুগুয়েকে হারিয়ে সেমিতে পেরু
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের পথে হাটল পেরু। লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পেরু। এতে কোয়ার্টারেই শেষ হয়ে গেল উরুগুয়ের ২০১৯ কোপা আমেরিকা। গতকাল শনিবার দিবাগত রাতে ব্রাজিলের ফন্তে নোভা অ্যারেনায় কোপার শেষ চার নিশ্চিত করতে মুখোমুখি হয় উরুগুয়ে ও পেরু। ম্যাচের শুরু থেকে বল দখলে রাখে পেরু। ১৫ মিনিটে গোলের সুযোগ পান সুয়ারেজ। ফেদেরিকোর ভালভার্দের ক্রস থেকে ওড়ে আসা বলে হেডও দিয়েছিলেন। কিন্তু বল চলে যায় পেরুর গোলপোস্টের উপর দিয়ে। ৩৭ মিনিটে কাভানির শটও চলে যায় গোলপোস্টের বাইরে। ৪১ মিনিটে দ্বিতীয়বার সুযোগ পায় সুয়ারেজ। বিরতির পর গোলের আশায় আক্রমণে ধার বাড়ায় উরুগুয়ে। কিন্তু বারবার তারা ব্যর্থ হয় পেরুর রক্ষণভাগের দেয়াল ভাঙতে। শেষ পযর্ন্ত গোলশূন্যভাবে শেষ হয় দ্বিতীয়ার্ধও। অতিরিক্ত ৮ মিনিট খেলা চললেও গোলের মুখ দেখতে পারেনি দু’দল। এরপরই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম শটটি নেন উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ। কিন্তু বার্সেলোনা তারকার ডান পায়ের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন পেরুর গোলরক্ষক পাওলো গুরেরো। শেষ পযর্ন্ত সেটিই ব্যবধান হয়ে থাকল। উরুগুয়ে বাকি চার শট ব্যর্থ হয়নি। কিন্তু পেরু গোল করেছে পাঁচটির পাঁচটিতে। এই জয়ে ২০১৫ আসরের পর আবার কোপা আমেরিকা লড়াইয়ের সেমিতে ওঠল পেরু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App