×

আন্তর্জাতিক

ইউরোপে তাপদাহে জনজীবন অতিষ্ঠ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০৪:২১ পিএম

ইউরোপে তাপদাহে জনজীবন অতিষ্ঠ
ইউরোপে তাপদাহে জনজীবন অতিষ্ঠ
ইউরোপজুড়ে চলছে তীব্র দাবদাহ। এই দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। আবহাওয়াবিদদের মতে, ভূ-মধ্যসাগরের ওপারের সাহারা মরুভূমির গরম বাতাস এসে উত্তপ্ত করে রেখেছে দক্ষিণ-পশ্চিমের জার্মানি, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রসহ ওই অঞ্চল। গত বুধবার ‍ও বৃহস্পতিবার (২৬-২৭ জুন) স্ব স্ব অঞ্চলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়। এর মধ্যে উত্তর স্পেনের কিছু জায়গায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে সেখানে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০৩ সালে ৪৪ দশমিক এক সেলসিয়াস ছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। তখন হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল দেশটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App