×

খেলা

পেসারদের জ্বলে উঠতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৯, ০১:৫৯ পিএম

আগামী ২ জুলাই দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আমি আগেই বলেছি যে এবারের বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দলের মধ্যে ভারতই সবচেয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ। আর টুর্নামেন্টের এমন এক পর্যায়ে এসে বাংলাদেশকে বিরাট কোহলির দলের মুখোমুখি হতে হচ্ছে যখন জয় ভিন্ন টাইগারদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। হ্যাঁ, এটা ঠিক যে ৯ পয়েন্ট পেলেও আমাদের সামনে সেমিতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সেটা বলা হয়তো সহজ, বাস্তবতা কঠিন। স্বাগতিক ইংল্যান্ড অত সহজে হাল ছাড়বে না। নিজেদের শেষ দুটি ম্যাচে জিতলে সরাসরি সেমির টিকেট পাবে ইয়ন মরগানের দল। সে ক্ষেত্রে বাংলাদেশের নিজেদের শেষ দুটি ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারালেও কোনো কাজ হবে না। ইংল্যান্ডের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকায় সেমিতে খেলার স্বপ্ন ভঙের আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হবে আমাদের ক্রিকেটারদের। ভারতকে হারানো ইংল্যান্ডের পক্ষে সহজ হবে না, তবে আমার মতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশরাই ফেভারিট। কিউইদের বিপক্ষে মরগানের দলের জয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মোদ্দাকথা ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান ৩টি দলের জন্যই শেষ চারের সমীকরণটা বেশ জটিল হয়ে উঠেছে। তাই আমি বলব বাংলাদেশ দলের ক্রিকেটারদের উচিত হবে এসব নিয়ে না ভেবে মাঠের পারফরমেন্সের দিকে মনোযোগ দেয়া। পাকিস্তানের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। যেখানে তাদের জয় পাওয়ার সম্ভাবনা ৯৯ ভাগ। সেদিক থেকে আমাদের জন্য সেমির পথটা পাকিস্তানের চেয়ে কঠিন। কেননা পরের ম্যাচে টাইগারদের খেলতে হবে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারতের বিপক্ষে। ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমি আগেও বলেছি, ভারত কঠিন প্রতিপক্ষ। কিন্তু অজেয় নয়। নিজেদের সেরাটা দিতে পারলে কোহলিদের হারানো অবশ্যই সম্ভব। সবাই ভারতের ব্যাটিং লাইনআপকে বিশ্বের নাম্বার ওয়ান বলে অ্যাখ্যা দেয়। অথচ নিজেদের শেষ দুটি ম্যাচে তারা তিনশোর্ধ্ব স্কোর করতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে তারা ২২৪ রানেই অলআউট হয়েছে। আর উইন্ডিজের বিপক্ষে করেছে ২৬৮ রান। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে। আগে বোলিং করে যদি ভারতকে তিনশর নিচে আটকে রাখা যায় তবে আমাদের পক্ষে ম্যাচ জেতা সম্ভব। আমাদের বোলারদের জ¦লে উঠতে হবে। উইকেট স্পিনবান্ধব হলে সাকিব ভাই, মিরাজ, মোসাদ্দেকরা সুবিধা পাবে। এবারের বিশ্বকাপে আমাদের পেস অ্যাটাক এখন পর্যন্ত সেরা রূপটা দেখাতে পারিনি। মাশরাফি ভাই, মোস্তাফিজ ও সাইফউদ্দিনদের বল হাতে ২২ গজে দ্যুতি ছড়ানোর সময় এসেছে। এবার তাদের জ¦লে উঠতেই হবে। বিশ্বকাপে আজ দুটি ম্যাচ রয়েছে। যেখানে একটিতে পাকিস্তানের বিপক্ষে লড়বে আফগানিস্তান। সন্দেহাতীতভাবেই এই ম্যাচে সরফরাজ আহমেদের দল ফেভারিট। তবে আমি চাই পাকিস্তান হারুক। আফগানিস্তান ৭ ম্যাচে এখনো কোনো জয় পায়নি। তাদের লক্ষ্য থাকবে সান্ত্বনার জয় তুলে নেয়া। আর অধরা সেই জয়ের দেখা যদি রশিদ খান, মুজিব উর রহমানরা আজকেই পেয়ে যান তবে মন্দ হয় না! এদিকে আজকের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ইতোমধ্যেই শেষ চারে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে আমার মনে হয় না তারা কিউইদের ছাড় দেবে। কেননা অ্যারন ফিঞ্চের দলের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা। এতে সেমিতে টেবিলের চার নম্বরে থাকা দলের বিপক্ষে খেলতে হবে তাদের। নিউজিল্যান্ড তাদের আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। দলটির ব্যাটিং লাইনআপে দুর্বলতা আছে। তাদের ভাগ্য ভালো যে তারা বেশ কিছু শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে। বাংলাদেশ, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হারতে জিতেছে কিউইরা। যদি তারা ম্যাচগুলো হেরে যেত তবে শেষ চারের লড়াইটা আরো জমে উঠত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App