×

সাময়িকী

তবে, যা অলীক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৭:০৯ পিএম

কখনও কি দেখা হয়েছিল, সংশয়, অত্যন্ত স্বাভাবিক, উত্তর যে জানা নেই, তাও ভেবেছি, সে বন্ধন বাতাসে, সমৃদ্ধ রোদের অঙ্গীকারে আকাশ সাগর ধরণির; জন্ম তার, কোন স্বপ্নলোকে পূর্ণিমায়, নক্ষত্র পাপড়িতে, জানা ছিল, পিপীলিকার পাখা মরিবার তরে, শূন্যকল্পনার পাখা নেই, সে তো পাখি নয়, ডানা তার ছাঁটা হয়ে গেছে বহুকাল, শতাব্দী ওপারে; তবু স্মৃতি, স্মৃতিকাতরতা, মধ্যরাতে জোনাকির লীলা সংগম উৎসব, এই ভবে, পুচ্ছছুট ফুলকি দাউ দাউ; আজ তবে, কার মুখোমুখি দহনের, বিরূপ মুক্তির; সে যে হীরাখ- গুঁড়ো গুঁড়ো মিশে রক্ত স্রোতে আগুনের ঢেউ তোলে সারাটা জনম; সংযোগের ভাষা ভুলে গেছি, কী করে যে বলি, এতকাল বেশ ছিলে দূর কল্পলোকে মরীচিকা, কেন ফিরে এলে পরিত্রাহী ঘ্রাণে মউ মউ ভেঙে নামে স্বপ্ন-দুঃস্বপ্নের অন্তরাল উপচে ফেল কোন কাল-অকালের ভেদরেখা, নিয়তির করাল অতিথি ছায়াপথে, অমরলোকের!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App