×

জাতীয়

উখিয়ায় বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা নিহত 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৪:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকায় বিজিবি'র সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে । শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল হতে ১৫ হাজার পিস  ইয়াবা, ১টি বন্দুক ও ২টি খালি কার্তুজ উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে দুজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি।
নিহত মোহাম্মদ নুর (২৫) উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল কবিরের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি জানান, সীমান্ত দিয়ে ইয়াবা
আসার খবর পেয়ে বিজিবি টহল দল রহমতের বিল এলাকায় গেলে ইয়াবা কারবারিদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মারা যায় ইয়াবা কারবারি মোহাম্মদ নুর। ঘটনা স্থল হতে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে উখিয়া থানায় নেয়ার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App