×

সাময়িকী

আষাঢ়ের মন ঝরে তুমুল প্রতাপে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৭:০৮ পিএম

কে কার মন ছুঁয়েছিল সেদিন? না তুমি না আমি মনের জানালা ঠাস ঠাস খুলে যায় ‘এমনি ঘন ঘোর বরষায়’ টিনের চাল বস্তির শিশু কাকের বাসা বুঝে আষাঢ়ের একগুঁইয়ে প্রতাপের মর্মফল আর আমি প্লাবনে ভেঙেছে বেড়িবাঁধ ঝিরিতে খরস্রোত আদিবাসী তরুণী জানে জুমের অঙ্কুরে কী যাতনা ঐ শৃঙ্গটি আর কতকাল বইবে তোমার অবসর স্মৃতি এখনো একটি শিকড় ঠেস দিয়ে ঠেকিয়ে রেখেছে ধস ‘তুমি চলে এসো এক বরষায়’ এখোন কোথায় মন ঘোর বর্ষায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App